• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

রমজান ও গরমে লোডশেডিং হবে না : বিদ্যুৎ উপদেষ্টা

আবিদুর রহমান সুমন / ১০৭ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন যে আসন্ন রমজান ও গ্রীষ্মকালে কোনো লোডশেডিং হবে না। তিনি বলেন, ‘এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে স্যুট পরার প্রয়োজন নেই, কারণ এটি এসির তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা তৈরি করে, যা পরিহার করা উচিত।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি অফিস-আদালতে স্যুট পরার পরিবর্তে আরামদায়ক পোশাক পরার পরামর্শ দেন, যাতে এসির অতিরিক্ত ব্যবহার হ্রাস করা যায়।

ফাওজুল কবির খান উল্লেখ করেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রয়োজনীয় কাজের পরিবর্তে সভা-সেমিনারে ব্যস্ত।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি। সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৮ দশমিক ৯০ টাকা পরিশোধ করলেও সরকার এটি কিনছে ১২ টাকায়।’

তিনি আরও জানান, ভবিষ্যতে নতুন গ্যাস সংযোগের জন্য বাড়তি মূল্য দিতে হবে, কারণ সরকার ৭০ টাকায় গ্যাস কিনে কম দামে সরবরাহ করতে পারবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category