• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক : স্বরাষ্ট্র উপদেষ্টা

আবিদুর রহমান সুমন / ১০৫ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং দেশের নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ৫৩ বছরে কখনো এত ভালো ছিল না বলে কোনো মিডিয়া স্বীকার করেনি, তবে বর্তমান পরিস্থিতি সন্তোষজনক। ছোটখাটো কিছু ঘটনা ঘটছে, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।

তবে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিভিন্ন সংগঠন, প্ল্যাটফর্ম ও নাগরিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এই দাবির পক্ষে অবস্থান নেয়।

প্রেস ব্রিফিংয়ে পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকে তো আমার জানাজাও পড়ে ফেলেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাতেই পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে যাবে। অপরাধ দমনে ‘ডেভিল হান্ট’ অপারেশন চালানো হচ্ছে, যা সন্ধ্যার পর আরও জোরদার হবে।”

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল বাড়ানো হবে। চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যাবে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের মোটরসাইকেল সরবরাহ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category