এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর: বাড়ছে বিভিন্ন ভাতা
বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তাকে বিদায় জানানো হয় এবং নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দায়িত্ব গ্রহণ করেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যতটুকু সম্ভব বাজেটে অর্থ সংকুলান করে শিক্ষকদের দাবিগুলো পূরণের চেষ্টা করব। তবে দীর্ঘ ১৫-২০ বছরের বঞ্চনা এক বা দুই বছরের বাজেট দিয়ে দূর করা সম্ভব নয়। তবু আমরা পরিবর্তনের সূচনা করছি।”
তিনি আরও বলেন, “বেসরকারি শিক্ষকদের সরকারি বেতনের সমান বেতন দেওয়া ন্যায্য দাবি, তবে এক বছরের বাজেট দিয়ে দীর্ঘ বৈষম্য দূর করা কঠিন। তবে উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা ধাপে ধাপে বাড়ানো হবে। এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বাজেটেও এ বিষয়ে বরাদ্দ থাকবে।”
এছাড়া, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা নিশ্চিত করতে একটি স্থায়ী তহবিল গঠনের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। এই বছর কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে, আগামী বাজেটেও আরও অর্থ সংযোজন করা হবে। তবে পুরো তহবিল গঠন করতে কয়েকটি বাজেট প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “বেসরকারি শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা তাদের সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা কখনো সংঘবদ্ধভাবে আন্দোলন করেননি। আমি মনে করি, তাদের এই দাবিটি অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা উচিত।