• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

আবিদুর রহমান সুমন / ৫৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার (১০ মার্চ) তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আমিনুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একাধিকবার তাঁকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, আজ দুপুর ২টার দিকে তিনি তাঁর পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠান।

এর আগে, ২০২৩ সালের ১০ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, অধ্যাপক এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সালের ১৫ আগস্ট থেকে ২০০৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এছাড়া, তিনি জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ২০১৬ সাল থেকে টিএমএসএস-এর অ্যাডভাইজার হিসেবে এবং ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টারের বাস্তবায়ন স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category