র্যাবের অভিযানে গ্রেপ্তার আরসা প্রধান আতাউল্লাহ ও তার পাঁচ সহযোগী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহ আবু জুনুনীসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) তাদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়।
আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করলে, শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই মামলায় প্রত্যেকের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়।
সন্ত্রাসবিরোধী ও অবৈধ প্রবেশ আইনে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে আরসার সন্ত্রাসী গোষ্ঠী। এই গোষ্ঠীর নেতৃত্ব দিত মিয়ানমারের নাগরিক আতাউল্লাহ। তবে, বহু চেষ্টার পর অবশেষে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়েছে।
র্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।