রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য বজায় রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
তারেক রহমান উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছিল, যার লক্ষ্য ছিল দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা। জনগণ চায় বাংলাদেশ বিশ্বমঞ্চে মর্যাদার সঙ্গে অবস্থান করুক।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে পরস্পরের বিপরীতে দাঁড় করানো হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কখনো চূড়ান্তভাবে শেষ হয় না। মত-পার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফ্যাসিবাদকে সুযোগ করে দেয় এমন কোনো কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন তারেক রহমান।