তিন মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি ড. ইউনূসের
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৭ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রধান উপদেষ্টা চিঠিতে সই করেছেন এবং খুব শিগগিরই এটি যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। চিঠি পৌঁছানোর পর, যুক্তরাষ্ট্রে ট্রেডবিষয়ক দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে আরও একটি চিঠি পাঠাবেন সরকারের অর্থ উপদেষ্টা।
প্রেস উইং থেকে আরও জানানো হয়, চিঠিতে ড. ইউনূস অনুরোধ করেছেন, অন্তর্বর্তী সরকার যেন বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া রপ্তানি বৃদ্ধির উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে, সেই সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য শুল্ক স্থগিত রাখে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এ ধরনের সক্রিয় পদক্ষেপ নিয়েছে। এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের বিষয়টিও উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বাস্তবভিত্তিক পদক্ষেপ চিহ্নিত করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।