নাসার সঙ্গে আর্টেমিস চুক্তিতে যোগ দিল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের আন্তরিক স্বাগত
বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্থেমিস অ্যাকর্ড’-এ স্বাক্ষর করেছে। এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ এখন মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং বৈশ্বিক সহযোগিতার নতুন অধ্যায়ে প্রবেশ করল। এ উপলক্ষে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং পারস্পরিক অংশীদারত্ব আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছে দেশটি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ডে যোগ দেয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৪তম স্বাক্ষরকারী দেশ হিসেবে তালিকাভুক্ত হলো।
বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে দেশটির ৫০ বছরেরও বেশি সময়ের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। আর্টেমিস চুক্তিতে বাংলাদেশের যোগদানের ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।