ফেসবুকে শেখ হাসিনাকে ব্যঙ্গ করে উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাস
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাস দেন। পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে লিখেছেন, “অথচ ট্রাম্প আসার পর আপার টুপ করে ঢুকে পড়ার কথা ছিল!”
এই পোস্টের কমেন্টে আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। ইউনূসের পোস্টে লেখা ছিল, “মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টারলিংক চালু করার আশা করছি।”
এই টুইটের মাত্র ৫৮ মিনিটের মাথায় স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক জবাব দেন, “এটার জন্য মুখিয়ে আছি!” (Looking forward to it!)
এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বহুমুখী সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, অভিবাসন নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উভয় দেশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে।