ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে ৮টি ফ্ল্যাট, একটি পিস্তল, চারতলা একটি ভবন, কয়েক একর জমি, কোম্পানির শেয়ার এবং ৩০টি ব্যাংক হিসাব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্ল্যাট:
১. চট্টগ্রামের গ্রিন লিফ এ রাউট টাওয়ারে ১টি
2. ঢাকার রমনায় ১টি
3. মোহাম্মদপুরে ১টি
4. পল্টনে ১টি
5. গুলশান-২ এ ২টি
6. চট্টগ্রামের কাল ফার সারুজে ১টি
7. গুলশানে রাজউক বরাদ্দকৃত প্লটে নির্মিত ১টি (যৌথ মালিকানা: নিজাম হাজারী ও নুরজাহান বেগম)
অবকাঠামো:
জমি:
অন্যান্য:
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, নুরজাহান বেগম তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছিলেন। এতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকায় এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে দুদকের আবেদনের পক্ষে রায় দেন।