• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট, জমিসহ ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আবিদুর রহমান সুমন / ১২৮ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর স্ত্রীর সম্পদ জব্দের নির্দেশ

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে ৮টি ফ্ল্যাট, একটি পিস্তল, চারতলা একটি ভবন, কয়েক একর জমি, কোম্পানির শেয়ার এবং ৩০টি ব্যাংক হিসাব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দকৃত সম্পদের তালিকা

ফ্ল্যাট:
১. চট্টগ্রামের গ্রিন লিফ এ রাউট টাওয়ারে ১টি
2. ঢাকার রমনায় ১টি
3. মোহাম্মদপুরে ১টি
4. পল্টনে ১টি
5. গুলশান-২ এ ২টি
6. চট্টগ্রামের কাল ফার সারুজে ১টি
7. গুলশানে রাজউক বরাদ্দকৃত প্লটে নির্মিত ১টি (যৌথ মালিকানা: নিজাম হাজারী ও নুরজাহান বেগম)

অবকাঠামো:

  • মোহাম্মদপুরের ৩৩নং ওয়ার্ডে ৪ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ কাঠার ওপর নির্মিত চারতলা ভবন

জমি:

  • খাগড়াছড়ির রামগড়ে ১৫ একর
  • মোহাম্মদপুরে ৩৩ শতাংশ নাল জমি
  • মোহাম্মদপুরে সাড়ে ১৬ শতক জমি
  • কেরানীগঞ্জে ৬০ শতাংশ বাগানবাড়ি
  • গাজীপুরের জয়দেবপুরে ১ একর ৯ শতক জমি
  • একই স্থানে ১৬.৯৫ শতক ও ১৩.১৫ শতক জমি
  • গাজীপুরের জয়দেবপুরে ২ কোটি টাকার স্টিল স্ট্রাকচার ফার্ম

অন্যান্য:

  • একটি পিস্তল
  • স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্ট লিমিটেডের ১৫ হাজার শেয়ার
  • স্নিগ্ধা ওভারসিস লিমিটেডের ৮০০ শেয়ার
  • স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডের ২৫ হাজার শেয়ার
  • এনএন ফিশারিজ অ্যান্ড হ্যাচারির শেয়ার
  • ৮০ লাখ টাকার ব্যবসার মূলধন
  • স্নিগ্ধা ডিজাইন লিমিটেডের ৫ হাজার শেয়ার
  • ৩০টি ব্যাংক হিসাব

আদালতের আদেশের পেছনের কারণ

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, নুরজাহান বেগম তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছিলেন। এতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকায় এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে দুদকের আবেদনের পক্ষে রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category