প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে তারা এ ইফতারে অংশ নেন।
জানা গেছে, ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচ্যা, শরবতসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টা পাঞ্জাবি পরে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে, দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার সঙ্গে একই বিমানে কক্সবাজার যান।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে ছিল রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব কার্যক্রম শেষে তিনি উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।
পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরে যান। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।