পুলিশের অধস্তন ফোর্সের থাকার ও খাওয়ার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অধস্তন সদস্যদের আবাসন ব্যবস্থা খুবই খারাপ—এটা দেখে হতাশ হয়েছি। প্রধান উপদেষ্টার নির্দেশে বিভিন্ন থানা ঘুরে এ বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ সদস্যদের নিজ নিজ জেলায় পদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে যেন তারা পরিবারকে সময় দিতে পারেন। বর্তমানে তাদের ছুটির সংখ্যা খুবই সীমিত।
আইনশৃঙ্খলা বিষয়ে উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ১৮ কোটি মানুষের দেশে এ বিষয়টি সহজ নয়, তবে উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল সম্পর্কে তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের মিছিল না হয়, সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘিত হলে ব্যবস্থা নেওয়া হবে।