• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

ছয় দিন পর পুলিশ সদর দপ্তর ও ডিএমপি কার্যালয়ে কাজ শুরু

আবিদুর রহমান সুমন / ৯৯ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

ছয় দিন বন্ধ থাকার পর রাজধানীতে অবস্থিত পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে। ইউনিফর্ম পরে পুলিশ সদর দপ্তরে কাজে অংশ নেন পুলিশ সদস্যরা। আজ সোমবার সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে আজ দুপুরে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কড়া পাহারা। অভ্যর্থনাকক্ষে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সদর দপ্তরের ভেতরে পুলিশের বিভিন্ন পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তা চেয়ারে বসে দাপ্তরিক কাজ করছেন। অধস্তন সদস্যরা ইউনিফর্ম পরে কাজে এসেছেন।

সদর দপ্তরের ভেতরে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অধিকাংশ বদলি আতঙ্কে ভুগছেন। কারও কারও মধ্যে আবার চাকরি হারানোর শঙ্কা রয়েছে। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত অনেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) ভবনে ভিড় করছেন।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর প্রথম আলোকে বলেন, আজ পুলিশ সদস্যরা পোশাক পরে কাজে যোগ দিয়েছেন।

এর আগে সকালে রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে গিয়ে দেখা যায়, সদর দপ্তরে প্রবেশের প্রধান ফটকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভেতরে কর্মকর্তারা দাপ্তরিক কাজ করছেন। জানা গেছে, ডিএমপির বেশির ভাগ পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যেও বদলি ও চাকরি হারানোর আতঙ্ক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category