• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

মেট্রোরেলে চতুর্থ ও পঞ্চম গ্রেডে ১৬ পদের আবেদনের সময় বাড়ল

আবিদুর রহমান সুমন / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–০৫–এর আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির পদে মোট ১৬ জনকে চতুর্থ ও পঞ্চম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এসব পদে ১৯ আগস্টের পরিবর্তে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

  • ১. পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (সেফটি অ্যান্ড কোয়ালিটি অডিট)
    দপ্তর: ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেট্রোরেল অথবা বাংলাদেশ রেলওয়েতে সেফটি ও কোয়ালিটি অডিট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন গ্রেড: ৫
  • ২. পদের নাম: জেনারেল ম্যানেজার (পি–ওয়ে অ্যান্ড সিভিল)
    দপ্তর: পরিচালন ও রক্ষণাবেক্ষণ অনুবিভাগ
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়েতে মিড লেভেল পি–ওয়েতে এবং সিভিল কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন গ্রেড: ৪

  • ৩. পদের নাম: জেনারেল ম্যানেজার (স্টোরস অ্যান্ড প্রকিউরমেন্ট)
    দপ্তর: পরিচালন ও রক্ষণাবেক্ষণ অনুবিভাগ
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে মিড লেভেলে স্টোর ও প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক প্রকিউরমেন্টে ডিগ্রি/প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ রেলওয়েতে স্টোর ও প্রকিউরমেন্ট কাজের অভিজ্ঞতাকেও অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
    বেতন গ্রেড: ৪
  • ৪. পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (পি-ওয়ে অ্যান্ড সিভিল)
    দপ্তর: পরিচালন ও রক্ষণাবেক্ষণ অনুবিভাগ
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেট্রোরেল অথবা বাংলাদেশ রেলওয়েতে পি-ওয়ে এবং সিভিল কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন গ্রেড: ৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category