বগুড়ার দুপচাঁচিয়ায় ছেলের কোদালের আঘাতে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে জুয়েল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম কফিজ উদ্দিন (৭০)। তিনি উপজেলার কইল দক্ষিণপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে।
পুলিশ এ ঘটনায় নিহত কফিজ উদ্দিনের ছেলে জুয়েল হোসেনকে(৩৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জুয়েল প্রাথমিকভাবে পুলিশের নিকট হত্যার কথা স্বীকার করেছে।
জানা গেছে, রাতে জুয়েল তার স্ত্রীকে মারধর করছিল। এ সময় তার বাবা কফিজ উদ্দিন উদ্দিন স্ত্রীকে মারধর করতে নিষেধ করলে জুয়েল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে রাতেই পুলিশ জুয়েলকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।