• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কানধরে ওঠবস, ভিডিও ভাইরাল

আবিদুর রহমান সুমন / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করাচ্ছেন। এদিন সন্ধ্যায় ক্রীড়া সংস্থার চত্বরে তাকে কানধরে ওঠবস করানো হয় বলে জানা গেছে।

তসলিম হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখন্ডা এলাকার মো. লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র।

প্যানেল-মেয়র তসলিম হৃদয় বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেয়। তবে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে অনেক অসৎ লোকের দুর্নীতি বন্ধ করেছি। এই সুযোগে অসৎ কিছু ব্যক্তি তাদের লোক দিয়ে আমাকে লাঞ্ছিত করে। মাঠের লাইট আমার পেছন দিক থেকে তাদের মুখের ওপরে পড়ায় কাউকে চিনতে পারিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, কয়েক বছর অগেও তসলিম হৃদয়ের তেমন কিছুই ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে তার কয়েকটা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গরে উঠেছে। টিনের বাড়িটি এখন বিরাট অট্টালিকা। এ ছাড়াও শহরে তিনি বহুতল ভবন করেছেন। এখন তিনি গাড়ি নিয়ে চলাফেরা করেন। তার এত সম্পদের উৎস কোথা থেকে আমাদের জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category