শ্রীমঙ্গলের উত্তরসুরে বিপুল অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরানের নেতৃত্বে এক অভিযানে এসব অবৈধ মদ, ৩৪৫ ইউএস ডলার ও নগদ ৪৫ হাজার টাকা জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় সেনাবাহিনী উপজেলা আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পালকে আটক করে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল মদপান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে। পরে সেও এলাকাবাসীর হাতে জখম হয়। মদ কোথায় থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে সেখানে অভিযান চালালে এসব অবৈধ মদসহ বাকি দ্রবাদি জব্দ করা হয় বলে তিনি জানান।