সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে তিনটি নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া জানতে চেয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকার। পিএসসি সেই তথ্যগুলো পাঠিয়েছে। পিএসসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো মন্ত্রণালয় থেকে প্রত্যুত্তরে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।