• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

ঝিনাইদহে সাবেক এমপিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

আবিদুর রহমান সুমন / ১০৬ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঝিনাইদহ জজ আদালতের জিপি বিকাশ কুমার ঘোষকে আসামি করে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন। যার মামলা নং ৩৩।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ওষুধ সংরক্ষণের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি ও কম্পিউটার ভাঙচুর করে। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া দোকানে থাকা সকল ওষুধ ও আসাবাবপত্র লুটপাট করে যার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category