• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

সাত ঘণ্টা পার হলেও শাহবাগ মোড় ছাড়েননি আন্দোলনকারীরা

আবিদুর রহমান সুমন / ৮৪ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে আজ শনিবার বেলা ১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন একদল চাকরিপ্রত্যাশী। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা শাহবাগ মোড় ছাড়েননি। এতে করে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি প্রথম আলোকে বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড় ছেড়ে যেতে রাজি হননি। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আন্দোলনকারীদের একটি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন।

এর আগে বিকেলে শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে একদল চাকরিপ্রত্যাশী ব্যক্তি বেলা ১টার সময় শাহবাগ মোড় অবরোধ করেন। শাহবাগ মোড় অবরোধ না করতে পুলিশের পক্ষ থেকে তাঁদের বারবার তাঁদের অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। আবার কিছু কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত। কিন্তু বাংলাদেশে তা এখনো ৩০ বছর। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এটা অবিলম্বে ৩৫ বছর করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category