• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

নিহত সাংবাদিক পরিবারের পাশে তারেক রহমান

আবিদুর রহমান সুমন / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের (নয়া দিগন্ত, সিলেট) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল সিলেটে নিহত তুরাবের বাসায় যায়।

তারা তারেক রহমানের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, সেলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপি’র নেতারা।

 

গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

নিহত তুরাবের পরিবারকে সমবেদনা জানানোর সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছেন শেখ হাসিনা।

পরে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পার্শ্ববর্তী দেশ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।

দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান হতে হবে- যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category