ঘুর্ণিঝড় ডানার ক্ষয় ক্ষতি মোকাবেলায় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ৮শ’৮৭ টি আশ্রয় কেন্দ্র ও সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। জেলার সকল উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুক্র ও শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মো: মোস্তাক আহমেদ । যেকোন দূর্যোগ ও দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ২ হাজার ৫০ জন সিটিটি সদস্য প্রস্তুত রাখাসহ প্রয়োজনীয় শুকনো খাবার, জরুরী ঔষধ , পানি মওজুদ রাখা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জরূরী মূহুর্তে সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে ডানার প্রভাবে বুধবার সকাল থেকে জেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও দুপুরের পর থেকে শুরু হয়েছে ভারি বৃষ্টি পাত। গত ২৬ মে রিমাল এর তান্ডবের পর এবার সাতক্ষীরা উপকূলেই চলে এলো ডানা। জেলা প্রশাসন উপকূলবাসীকে আতংকিত না হওয়ার জন্য আহবান জানিয়েছে। সাতক্ষীরা শ্যামনগর ও আশাশুনি উপজেলার দূর্বল বেড়িবাঁধ নিকটবর্তি মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র গুলো খুলে রাখার নির্দেশ দেয়া হয়েছে ।