মাত্র ৪৯ দিনে পুরো কোরআন হিফজ করেছে নোয়াখালীর বিস্ময় শিশু হাবিবুর রহমান (৮)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুরেরগো পোলে অবস্থিত বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
হাবিবুরের ইচ্ছে ছিলো জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহের সঙ্গে দেখা করা। পরবর্তীতে তার এ ইচ্ছের কথা গণমাধ্যম থেকে জানতে পারেন শায়খ আহমাদুল্লাহ। দেশে ফিরেই হাবিবুরের ইচ্ছে পূর্ণ করেছেন এই জনপ্রিয় ইসলামী স্কলার।
২৩ নভেম্বর শনিবারআহমাদুল্লাহের আমন্ত্রণে সপরিবারে সাক্ষাৎ করে হাফেজ হাবিবুরের পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন শায়েখ আহমাদুল্লাহ।
ফেসবুক পোস্টে আহমাদুল্লাহ বলেন, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়।
তিনি বলেন, এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব।